হিফ্‌জ শিক্ষক প্রশিক্ষন কোর্স

হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স

হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সংগঠনের এক অনন্য কর্মসূচী, যেহেতু এদেশে পবিত্র কুআনের বিশুদ্ধ তিলাওয়াতের ক্ষেত্রে প্রথম শ্রেণির প্রতিনিধিত্বকারী হলেন হাফেজে কুরআনগণ, যাদের অনেকেই হয়তো কোন প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত অথবা অন্য যেকোনভাবে সংশ্লিষ্ট, সেহেতু হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সে সকল শিক্ষক এবং হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনদেরকে শিক্ষকতার গুণগত মানোন্নয়ন এবং তিলাওয়াত পদ্ধতি আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এদেশে সর্বপ্রথম নিয়মতান্ত্রিকভাবে হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করেছে, যা সংগঠনের নিয়মিত কর্মসূচীর অন্তভূক্ত। প্রতি বছর ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয়ভাবে ৪০দিনব্যাপী ৫/৬টি এবং প্রতিটি জেলা ও বিভাগে ৭, ১০, ও ১৫ দিনব্যাপী এক বা একাধিক হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এই শিক্ষক প্রশিক্ষণটি যথেষ্ট সুনাম ও সফলতার সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যেনো অধিকতর সফলতা লাভ করা যায় এবং প্রশিক্ষণার্থীগণ যাতে সার্বিকভাবে উপকৃত হতে পারেন সে লক্ষ্যে সংগঠন এই প্রশিক্ষণকে অধিকতর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও হাফেজগণ এ প্রশিক্ষণের পৃষ্ঠপেষকতা ও পরিচালনা করছেন। ফাউন্ডেশন এ পর্যায়ের ব্যক্তিবর্গকে নিয়মিত প্রশিক্ষক হিসেবে অন্তর্ভূক্ত করেছে। ফাউন্ডেশন অচিরেই এই প্রশিক্ষণকে আরো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। ইনশাআল্লাহ।

© Copyright 2019 - 2024
|

Huffazul Quran Foundation Bangladesh